বটতলায় জমজমাট বাউল গানের আসর
- আপলোড তারিখঃ ০১-০৫-২০১৯ ইং
বিশেষ প্রতিবেদক:
কালের আবর্তে আজ হারিয়ে যাচ্ছে ঐতিহ্য, সেই বাউল গান। সেই সঙ্গে কমে এসেছে বাউলের সংখ্যাও। সময়ের পরিক্রমায় বাউল গানের সে ঐহিত্য প্রায় মলিন হতে চলেছে। ভুলে গেলে চলবে না, বটতলায় বাউল গানের আসর বাঙালীর গ্রামীণ ঐতিহ্য। এমন সময় ছিল যখন গ্রাম বাংলার বিভিন্ন স্থানে বটতলায় বসতো বাউল গানের আসর। আগের মতো একনিষ্ঠ সুর সাধনার সেই বাউল ফকিরদেরও তেমন দেখা মেলে না। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ বাউল গানকে ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগে শিল্পকলা একাডেমি আয়োজন করছে বটতলা কেন্দ্রিক বাউল গানের আসর। ধারাবাহিক আয়োজনের অংশ হিসাবে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শহরের অদূরে ঐতিহ্যবাহী দিগড়ী বটতলায় অনুষ্ঠিত হয়েছে বটতলা কেন্দ্রীক এই বাউল গানের আসর। গতকাল মঙ্গলবার বিকাল থেকে রাত অবধি চলে এ আয়োজন। একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত বাউল সাধক খোদা বক্স সাইজির যোগ্য উত্তরসূরী আব্দুল লতিফ শাহ লালন সাইজির আধ্যাত্মিক গান পরিবেশন করেন। এরপর চুয়াডাঙ্গা শহর বাউল একাডেমি ও স্থানীয় শিল্পীরা মনোমুগ্ধকর বাউল গানের আসর জমায়। এ সময় বটতলায় গান শুনতে বিভিন্ন বয়সের শ্রোতারা ভীড় জমান। বাদ যায়নি নারী ও শিশুরাও। খোলা মাঠের মধ্যে দমকা হাওয়া মাঝে মাঝে বটগাছকে দোলা দিলেও দর্শকদের নড়াতে পারেনি একটুও। মাঝে মাঝে বিদ্যুৎ চলে গেলে চারপাশের অন্ধকার ঘিরে ধরে গোটা আয়োজনকে। তবে থেমে থাকেনি ঢুলির ঢোল, হারমোনিয়াম, বাশি, মুন্দিরা, ভায়ওলিন আর দোতারা; সঙ্গে বাউল। আলাপচারিতায় অনেকের কাছ থেকে জানা যায়, নতুন প্রজন্মের অনেকেই দেখেনি এমন আসর। তারাও দেখে মুগ্ধ।
দিগড়ী বটতলার তত্ত্ববধায়ক শান্তি জোয়ার্দ্দার বলেন, ‘অনেক দিন পর আশার আলো দেখলাম। হারিয়ে যাওয়া বাউল গান পুনরুজ্জীবিত করার জন্য এমন উদ্যোগ অত্যন্ত জরুরী। আমিও এক সময় বাউল গানের চর্চায় আত্মনিয়োগ করি। ওই সময় বিভিন্ন বটতলায় বাউল গান, যাত্রাপালা, পালা গান, ভাব-বিচ্ছেদ গান, জারি গানের আসর বসতো। আজ তা হারিয়ে গেছে।’
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মান্নান বলেন, ‘বাঙালির আদি ঐতিহ্য হলো বাউল গান। বাউল গানের মধ্যে সহজ সরল সাবলীলভাবে মনের ভাব প্রকাশ করা যায়। বাঙ্গালীর এই প্রাণের গানকে সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ আয়োজন।’
জেলা কালচারাল অফিসার জসীম উদ্দীন বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ছাপান্ন হাজার বর্গমাইলে শিল্প সংস্কৃতির আলো ও ১৬ কোটি মানুষের মাঝে শিল্প সংস্কৃতি ছড়িয়ে দেবার প্রত্যয়ে ‘বটতলা কেন্দ্রিক বাউল গানের আসর’ আয়োজনের সিন্ধান্ত নিয়েছে। সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আবারো জাগিয়ে তুলতে এবং সুস্থ্য ধারার তৃণমূলের বাউল গানকে ফিরিয়ে আনতে বর্তমান সরকার সচেষ্ট।’
কমেন্ট বক্স