ছাত্রের পিতার থানায় অভিযোগ : সমালোচনা!
- আপলোড তারিখঃ ২০-০৪-২০১৯ ইং
আলমডাঙ্গার নতিডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র পেটানোর ঘটনা
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও লিল্লাহ বোডিং এর ৮ম শ্রেণির এক ছাত্রকে পেটানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ছেলের পিতা হাবিবুর রহমান। স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলেও অভিযোগ দায়ের করার পরেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ছেলের পরিবার। মাদ্রাসা শিক্ষক মুফতি হজরতের বিরুদ্ধে একাধিক ছাত্র পেটানোর অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার পারদুর্গাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে নতিডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও লিল্লাহ বোডিং এর ৮ম শ্রেণির ছাত্র ইসরাইল হোসেন (১৪) গত বুধবার বিকালে বন্ধুদের সঙ্গে ঢিল ছোড়াছুড়ি খেলা করছিলো। ঢিল ছুড়াছুড়ি খেলার সময় একটি ঢিল গিয়ে এতিমখানার শিক্ষক মওলানা মুফতি হজরত আলীর অফিস কক্ষের দরজায় গিয়ে লাগে। শিক্ষক হজরত আলী রাগান্বিত হয়ে ওই ছাত্রকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক মাহাবুল হোসেনের কাছে জানাতে চাইলে তিনি জানান, তিনি মাদ্রাসার কোন নিয়োমনীতির তোয়াক্কা করেন না। ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পেটানোর ঘটনা এই প্রথম না, প্রায় তিনি ছাত্রদের পিটিয়ে আহত করেন। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে তিনি আশ্বস্ত করেন।
অভিযুক্ত শিক্ষক মওলানা মুফতি হজরত আলীর কাছে জানতে চাইলে তিনি মাদ্রাসা ছাত্র ইসরাইলকে পেটানোর ঘটনা স্বীকার করে বলেন, ছাত্রদের পেটানো শাস্তিযোগ্য অপরাধ তিনি জানতেন না।
কমেন্ট বক্স