বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হার্ডওয়ার ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা!

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০১৯ ইং
হার্ডওয়ার ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা!
ঝিনাইদহের কুবিরখালীতে দুর্বৃত্তদের কিলিং মিশন ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী গ্রামে দুর্বৃত্তরা কিলিং মিশন চালিয়ে জামিরুল ইসলাম (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কুবিরখালী গ্রামের খালের ধারে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত জামিরুল কুবিরখালী গ্রামের মজনুর রহমানের ছেলে। ঘটনার সত্যতা স্বীকার করে মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য ফারুক আহম্মেদ জুয়েল জানান, রাতে স্থানীয় আটলিয়া বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা প্রথমে তাকে কুপিয়ে ও পরে মাথায় গুলি চালিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। তিনি অভিযোগ করেন গত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটানো হতে পারে। জামিরুল নৌকার পক্ষে ভোট করায় তাকে হত্যা করা হয়েছে বলে তিনি মনে করেন। এ ব্যাপরে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, আমরা ঘটনাটি শুনে স্পষ্টে রওনা হয়েছি। ঘটনাস্থলে না পৌছে কিছুই বলতে পারবো না। নিহতর চাচাতো ভাই সাইফুল ইসলাম জানান, তার ভাই জামিরুল খুব শান্ত স্বভাবের ছেলে। তার ৩টি মেয়ে রয়েছে। আটলিয়া বাজারে তার একটি হার্ডওয়ারের দোকান ছিল। সেটি বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ