মেহেরপুর জেলা ও দায়রা জজকে বিদায় সংবর্ধনা
- আপলোড তারিখঃ ২৯-০৩-২০১৯ ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে মেহেরপুর জেলা ও দায়রা জজ গাজী রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার রাতে পুলিশ লাইনস মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের (পিপিএম) সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা ও দায়রা জজ গাজী রহমান, জেলা প্রশাসক আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পিপি পল্লব ভট্টাচার্য, কোট পুলিশ পরিদর্শক সৈয়দ শাহিনুর রহমান, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ প্রমুখ। পরে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী জেলা ও দায়রা জজ গাজী রহমানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, জেলা ও দায়রা জজ গাজী রহমানকে ঝালকাঠি জেলায় জেলা ও দায়রা জজ হিসেবে বদলী করা হয়েছে।
কমেন্ট বক্স