মুজিবনগরে কম্পিউটার ট্রেনিং সেন্টারের যাত্রা শুরু
- আপলোড তারিখঃ ২৯-০৩-২০১৯ ইং
প্রতিবেদক, মুজিবনগর:
মুজিবনগরে শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান বাড়ানোর লক্ষে যাত্রা শুরু করেছে এসএস কম্পিউটার ট্রেনিং সেন্টার। `এসো কম্পিউটার শিখি, নিজেকে দক্ষতা সম্পন্ন করে তুলি` এই স্লোগানে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।
মুজিবনগর উপজেলার বাগোয়ান পাঠানপাড়ায় অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান মোংলা। সাংবাদিক শাকিল রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব, বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন, মেহেরপুর জেলা ওয়ার্ল্ড ২১ এর মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার জালাল উদ্দীন, এসএস কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী হাজিনুল হক প্রমুখ।এর আগে অনুষ্ঠানের শুরুতেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কম্পিউটারের জ্ঞান সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য তুলে ধরেন এসএস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক ছাবিরিন রহমান।
এ সময় তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে কম্পিউটারের জ্ঞান থাকাটা সকলের জন্য বাধ্যতামূলক। কম্পিউটার ছাড়া কোন জায়গায় নিজেকে মিলিয়ে নেওয়া সম্ভব না। তাছাড়া দেশ আস্তে আস্তে ডিজিটাল হচ্ছে। যে কোন কর্মক্ষেত্রে পড়াশুনার পাশাপাশি আমাদের কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। তিনি বলেন, আমি আপনাদের মাঝে কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র গড়ে তুলতে পেরে নিজেকে সার্থক মনে করছি। আমার ট্রেনিং সেন্টার থেকে হতদরিদ্র সকল শিক্ষার্থীদের ফ্রি প্রশিক্ষণসহ যতটুকু পারি সুবিধা দেওয়ার চেষ্টা করবো।
এ সময় বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামন রুবেল ও বাগোয়ান ইউপি ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স