সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিজিটাল লাইব্রেরী নির্মাণ করে দেওয়ার ঘোষণা

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০১৯ ইং
ডিজিটাল লাইব্রেরী নির্মাণ করে দেওয়ার ঘোষণা
দর্শনা সরকারি কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে এমপি টগর দর্শনা অফিস: দর্শনা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে দর্শনা সরকারি কলেজ চত্বরে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন ও আলোচনা করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী আলী আজগার টগর। এ সময় তিনি কলেজের সার্বিক খোঁজখবর নেন এবং কলেজে একাডেমীক ভবন নির্মাণ, বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ, ডিজিটাল হাজিরা ও ডিজিটাল লাইব্রেরী নির্মাণ করে দেওয়ার আশ্বস্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দর্শনা পৌর আ.লীগের দপ্তর সম্পাদক আলী মুনসুর বাবু, দর্শনা পৌরসভার মেয়র ও দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শ্যামল কুমার সাহা, কলেজের উপাধ্যক্ষ মফিজুর রহমান, পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, যুবলীগ নেতা আ. মান্নান খাঁন, মোস্তাফিজুর রহমান মতি, শেখ আসলাম আলি তোতা, সাইফুল ইসলাম হুকুম। এসময় আরও উপস্থিত ছিলেন, আবু ফয়সাল, বিপ্লব হোসেন, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, সহসভাপতি আশরাফুজ্জামান রিপন, কামরুল হাসান লোমান, যুগ্ম সম্পাদক প্রভাত আলম, সাংগঠনিক সম্পাদক ইসলামুল হক আলামিন, অপু সরকার, দপ্তর সম্পাদক রায়হান হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রভাষক সুজাউদ্দৌলা।


কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু