শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাঁচটি ভিতের ওপর ইসলাম

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০১৯ ইং
পাঁচটি ভিতের ওপর ইসলাম
ধর্ম ডেস্ক: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইসলাম পাঁচটি ভিতের ওপর কায়েম রয়েছে। ১. এই সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল, ২. নামাজ কায়েম করা, ৩. জাকাত আদায় করা, ৪. হজ পালন করা এবং ৫. রমজানের রোজা রাখা।’ (বুখারি ও মুসলিম)। কোনো দালান তৈরি করতে হলে প্রথমে এর বুনিয়াদ বা ভিত গড়ে তুলতে হয়। ওই বুনিয়াদের ওপর দেয়াল তোলা হয়। দেয়ালের ওপর ছাদ তৈরি করা হয়। ভিত মজবুত না হলে দেয়াল ও ছাদ টেকে না। তাই দালানের জন্য প্রথমে মজবুত ভিত জরুরি। শুধু ভিতটুকুই দালান নয়, দেয়াল ও ছাদ মিলেই দালান। ঠিক তেমনি ইসলামের ভিত হলো কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। এ ভিতগুলো মজবুত হলে ইসলামের দালানও মজবুত হবে। ধনবান লোকদের কালেমার ওয়াদামতো চলার যোগ্য বানানোর জন্য নামাজ ও রোজা যথেষ্ট নয়। তাদের নফসের দাসত্ব থেকে বাঁচানোর জন্য আল্লাহ তায়ালা তাদের ওপর জাকাত ও হজ ফরজ করেছেন। জাকাতের মূল উদ্দেশ্য হলো, সমাজের গরিব লোকদের অভাব দূর করা। জাকাত ধনবানকে শেখায় যে, সম্পদের আসল মালিক আল্লাহ। তাই হালাল পথে আয় করতে হবে।


কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা