বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে ভোট নিয়ে বিরোধ : যুবককে পিটিয়ে জখম!

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০১৯ ইং
তিতুদহে ভোট নিয়ে বিরোধ : যুবককে পিটিয়ে জখম!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা গ্রামে রকি (২৩) নামের এক যুবককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে খাড়াগোদা গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। আহত যুবক রকি চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি গ্রামের মসজিদপাড়ার আব্দুল লতিফের ছেলে। জানা যায়, গত ২৪ শে মার্চ উপজেলা নির্বাচনের ভোটের পক্ষপাতিত্ব নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল ঝিনাইদহ সদরের বংকিরা গ্রামের হাইস্কুল মাঠ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফেরার পথে তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা গ্রামের শরীর বাঁশবাগান সংলগ্ন এলাকায় পৌছালে মোহাম্মদপুর গ্রামের মৃত রাজ্জাক আলীর ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৩৫), খাড়াগোদা গ্রামের আব্দুল খালেকের ছেলে হাসান (২২) ও হুছাইনসহ (২১) কয়েকজন মিলে রকির পথ আটকালে সঙ্গীয়রা পালিয়ে যায়। এমসয় একা রকিকে রাস্তার পাশে বাশঁবাগানের ভিতর ধরে নিয়ে যেয়ে বিদেশি টর্চ লাইট দিয়ে পিটিয়ে জখম করে। পরে সঙ্গীরা ফিরে এসে রকিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত রকি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎস্বাধীন অবস্থায় ছিল ও আহতের পরিবারের পক্ষ থেকে মামলার পরিকল্পনা চলছিল।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ