সুপারস্টারদের হারিয়ে জয়ে সূচনা দর্শনার
- আপলোড তারিখঃ ১৭-০৩-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় মাহফুজ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাহফুজ জেলা ক্রিকেটের উদীয়মান তারকা ছিলেন -অতিরিক্ত জেলা প্রশাসক
ক্রীড়া প্রতিবেদক: খেলার মাঠ থেকে চায়ের আড্ডা সর্বত্রই তার অস্তিত্ব, যা ভোলার নয়। বন্ধুত্বের এই অটুট সম্পর্ক যে সারাজীবনের এটা প্রমাণ করলো তারা। এইতো কিছুদিন আগেও ব্যাট-বল হাতে তাকে দেখা যেত মাঠ দাপাতে। হঠাৎ কোন অভিমানে, কাউকে কিছু না জানিয়ে চলে গেলো না ফেরার দেশে। সে আর কেউ নয়, চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনের উজ্জল নক্ষত্র মাহফুজ মহলদার। তার অকাল প্রয়াণের স্মৃতি চিরস্বরণীয় করে রাখতে বন্ধুরা আয়োজন করেছে ‘মাহফুজ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯’। গতকাল শুক্রবার দুপুর ১টায় চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় (চাঁনমারি) মাঠে দু’টি গ্রুপে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ। তিনি বলেন, ‘মাহফুজ কয়েক মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যু বরণ করেন। তার স্মৃতিকে স্মরণ করার জন্য তার বন্ধুরা এ খেলার আয়োজন করেছে। এটি একটি মহতি উদ্দ্যোগ। মাহফুজ জেলা ক্রিকেট দলের উদীয়মান তারকা ছিলেন।’
প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহআলম সনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, পৌর কমিশনার নাজরিন পারভীন মলি, প্রথম আলোর আঞ্চলিক ব্যাবস্থাপক আসাদুজ্জামান, দৈনিক সময়ের সমীকরণ’র বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিমুল হাবীব সেলিম। সম্মানিত অতিথি ছিলেন মাহফুজের পিতা রাফাতুল্লাহ মহলদার ও তার মা। এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো ও দৈনিক সময়ের সমীকরণ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক সুপারষ্টার ক্লাব ও দর্শনা বয়েজ ক্লাব। টসে জিতে ব্যাট করতে নামে সুপারষ্টাররা। ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে বয়েজদের উদ্দেশ্যে ৯১ রানের টার্গেট ছুড়ে দেয় তারা। জবাবে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাত্র ১৩ ওভার ২ বলে, ২ উইকেট হারিয়ে ৯২ রান করে জয় নিয়ে মাঠ ছাড়ে দর্শনার বয়েজরা। প্রতিপক্ষের ৪ উইকেট শিকারসহ অপরাজিত ২৩ রান নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী দলের অলরাউন্ডার রেজাউল হাসান সুমন। খেলার ধারাবিবরণীতে ছিলেন কৃষি কর্মকর্তা সাহিন রাব্বি। আজ শনিবার দুপুর ১টায় একই মাঠে মুখোমুখি হবে মুন্সিগঞ্জ সংহতি সংঘ ও মিতালি সংঘ, চুয়াডাঙ্গা।
কমেন্ট বক্স