সড়কে চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাসহ নিহত ৯
- আপলোড তারিখঃ ২৬-০২-২০১৯ ইং
সমীকরণ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। খুলনায় পৃথক দুর্ঘটনায় দুই চিকিৎসকসহ ৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ঢাকার আশুলিয়ায় ট্রাকের সঙ্গে পুলিশ ভ্যানের ধাক্কায় এএসআই, কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাসে অপর বাসের ধাক্কায় দুই যাত্রী, দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক এবং রংপুরের পীরগঞ্জে ইজিবাইকের চাপায় শিশু নিহত হয়েছে।
খুলনায় সোমবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে দু’জন চিকিৎসক। এর মধ্যে ফুলতলায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ২ চিকিৎসকসহ চালক এবং ডুমুরিয়ায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হন।
এদিকে ডুমুরিয়ায় লরিচাপায় নিহত মোটরসাইকেল আরোহীর নাম জাহিদুল ইসলাম (৪০)। সোমবার চুকনগর-যশোর সড়কের নরনিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কেশবপুর থেকে চুকনগরের দিকে আসার পথে লরির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
অন্যদিকে, দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের সঙ্গে পুলিশ ভ্যানের ধাক্কায় নিহতের নাম জসিম উদ্দিন (২৮)। তিনি আশুলিয়া থানার এএসআই। মঙ্গলবার ভোরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার নরসিংহপুরে এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া দাউদকান্দির বানিয়াপাড়ায় যাত্রীবাহী বাসে অপর একটি বাসের ধাক্কায় নিহত দু’জনের একজন হলেন সুজন চন্দ্র দাস (২০)। অপরজনের নাম-পরিচয় মেলেনি। এ দুর্ঘটনায় ৩৮ জন আহত হয়েছে।
কমেন্ট বক্স