শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১৪ লাশ শনাক্তে লাগবে ১৫ দিন

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০১৯ ইং
১৪ লাশ শনাক্তে লাগবে ১৫ দিন
সমীকরণ ডেস্ক: পুরান ঢাকার চকবাজারে অগ্নিকা-ে নিহত ৬৭ জনের মধ্যে ১৯ জনের লাশ এখনও শনাক্ত করা যায়নি। স্বজনরা ডিএনএ নমুনা দিলেও লাশ পেতে তাদের আরও ১৫ থেকে ২১ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে ১৪ লাশ শনাক্তে ১৫ দিন সময় লাগবে। বাকি পাঁচ লাশ শনাক্ত করতে তিন সপ্তাহ বা এরও বেশি সময় লাগতে পারে। সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, আগুনে পুড়ে মারা যাওয়া ৬৭ জনের মধ্যে ১৯ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের শনাক্ত করতে কাজ করছে সিআইডি। ১৯ লাশের বিপরীতে দাবিদার হিসেবে ৩৮ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ১৪টি মরদেহের মাংশপেশি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, যেগুলোর পরিচয় নিশ্চিত করতে সর্বোচ্চ ১৫ দিন সময় লাগবে। অপর পাঁচটি মরদেহ বেশি দগ্ধ হওয়ায় তা থেকে হাড়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই পাঁচ মরদেহের ডিএনএ ম্যাচিংয়ের জন্য অন্তত ২১ দিন সময় লাগতে পারে। আগুন লাগার কারণ জানতে সিআইডি ঘটনাস্থলে কোনো পরীক্ষা-নিরীক্ষা চালাবে কি-না জানতে চাইলে রেজাউল হায়দার বলেন, মহাখালীতে সিআইডির কেমিক্যাল ল্যাব রয়েছে। সংশ্নিষ্ট তদন্ত সংস্থাগুলো যদি আলামত পরীক্ষায় সহায়তা চায়, সিআইডি তা দিতে প্রস্তুত রয়েছে। এরই মধ্যে হস্তান্তর করা লাশের পরবর্তীতে কেউ দাবি জানালে করণীয় কী- জানতে চাইলে সিআইডির এই কর্মকর্তা বলেন, অনেক স্বজন চেহারা দেখে, জামা-কাপড় দেখে লাশ গ্রহণ করেছেন। তবে ৬৭ লাশের নমুনাই সিআইডি ল্যাবে রাখা হয়েছে, যা যুগযুগ ধরে সংরক্ষিত থাকবে। কোনো পরিবার যদি পরে দাবি জানায় তাহলে তখন পরীক্ষা করা হবে। তবে এই চ্যালেঞ্জের বিষয়টি অবশ্যই আদালতের মধ্য দিয়ে আসতে হবে। সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার জানান, চকবাজারে অগ্নিকা-ে নিহতদের পরিচয় শনাক্তে ২১ ফেব্রুয়ারি থেকে সিআইডির ফরেনসিক বিভাগ ডিএনএ নমুনা সংগ্রহ করা শুরু করে। ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে ৬৭ মৃতদেহ থেকে রক্ত, টিস্যু, হাড় ও বাক্কাল সোয়াবের (মুখের ভেতরের কোষ) ২৫৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া একটি বিচ্ছিন্ন হাত থেকেও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। শনাক্ত না হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত হতে সিআইডির ফরেনসিক টিম ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে।


কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা