দর্শনায় শতাধিক মোটরযানের বিরুদ্ধে মামলা ॥ আটক-১৯
- আপলোড তারিখঃ ২৬-০২-২০১৯ ইং
দর্শনা অফিস:
দামুড়হুদা ও দর্শনায় ট্রাফিক সার্জেন্ট পুলিশের ঝটিকা মোটরযান অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দামুড়হুদা ও দর্শনায় এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ১শ’টি মোটরসাইকেলের বিরুদ্ধে দেওয়া হয়েছে মামলা ও আটক করা হয়েছে ১৯টি গাড়ী। চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দামুড়হুদা ও দর্শনায় পৃথক পৃথক স্থানে মোটরযান অভিযান পরিচালিত হয়। এ অভিযান পরিচালনা করেন টিআই শাহাবুদ্দিন, টিআই আহসান হাবিব, সার্জেন্ট মৃত্যুঞ্জয়, টিএসআই মোকারম হোসেন, এটিএসআই সুমনসহ সঙ্গীয় সদস্য। তিনি আরও জানান, কাজপত্রের বিভিন্ন ত্রুটি থাকায় ১শ’ মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও কোন কাগজপত্র না থাকায় ১৯টি গাড়ী আটক করা হয়।
কমেন্ট বক্স