বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাদকব্যবসায়ীসহ গ্রেফতার-২৮

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় মাদকব্যবসায়ীসহ গ্রেফতার-২৮
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে চারটি থানা এলাকা থেকে আদালতের পারোয়ানাভুক্ত ও মাদকব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ২৮ জন গ্রেফতার হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকও উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ জানান, চুয়াডাঙ্গা সদর থানা, আলমডাঙ্গা, জীবননগর ও দামুড়হুদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আদালতের পারোয়ানাভুক্ত আসামী, মাদকব্যবসায়ীসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়। এদেরকে আাদলতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, জেলাকে জঙ্গী ও মাদকমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত