ভালাইপুরে গরম পানিতে পড়ে শিশু দগ্ধ!
- আপলোড তারিখঃ ১৬-০২-২০১৯ ইং
প্রতিবেদক, হাসপাতাল:
দামুড়হুদা উপজেলার ভালাইপুরে গামলায় রাখা গরম পানিতে পড়ে শিশু শাওন (২) দগ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশু শাওন দামুড়হুদা উপজেলার ভালাইপুর রাস্তাপাড়ায় জহুরুল ইসলামের ছেলে। জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে শিশু শাওনের মা নাজমা বেগম বাড়ির উঠানে মুরগি পরিষ্কার করার জন্য গামলায় গরম পানি রাখে। তখন শিশু শাওন তার বড় ভাই রনির সাথে খেলা করার সময় দৌড়ে এসে গামলায় রাখা গরম পানিতে পড়ে দগ্ধ হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
কমেন্ট বক্স