বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত-৩

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০১৯ ইং
চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত-৩
প্রতিবেদক, হাসপাতাল: চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কেষ্টপুর স্কুলপাড়ার আদমের ছেলে জীবন (১৩), আলুকদিয়া ইউনিয়নের পীরপুর নতুনপাড়ার এলাহী মন্ডলের ছেলে নিজাম উদ্দিন (৫০) ও সরোজগঞ্জের চন্ডিপুর গ্রামের মৃত মারফত আলীর ছেলে শামসুল (৪৪)। জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে ডুমুরিয়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় আলমসাধু যাত্রী জীবন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে, গতকাল বিকাল ৫টার দিকে পুরোপাড়া নামক স্থানে পানবোঝাই পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নিজাম উদ্দিন আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অপরদিকে, চুয়াডাঙ্গার ভান্ডারদহ নামকস্থানে পাখিভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে ফায়ারসার্ভিস তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ