আলমডাঙ্গায় সহকারী মৎস্য কর্মকর্তার বিদায় সংবর্ধনা
- আপলোড তারিখঃ ০৭-০২-২০১৯ ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা অফিসার্স ওয়েল ফেয়ার ক্লাবের উদ্যোগে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী মৎস্য কর্মকর্তা জেডএএম তৌহিদুর রহমানের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সি আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, বিআরডিবি কর্মকর্তা সায়েলা শারমীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম। সমাজসেবা অফিসার আফাজ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা প্রকৌশলী রফিকুর রহমান খান, একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, ইউসিও মৃণাল কান্তি মল্লিক, ইউআরসি ইন্সপেক্টর আনারুল ইসলাম, কলেজীয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী সহকারী মৎস্য কর্মকর্তা জেডএ তৌহিদুর রহমানের হাতে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা পুরষ্কার তুলে দেওয়া হয়।
কমেন্ট বক্স