বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলুকদিয়ায় ভূমি সেবাগ্রহীতাগণের সাথে গণ-শুনানিতে ডিসি গোপাল চন্দ্র দাস

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০১৯ ইং
আলুকদিয়ায় ভূমি সেবাগ্রহীতাগণের সাথে গণ-শুনানিতে ডিসি গোপাল চন্দ্র দাস
গণশুনানির ফলে জনগণ সরাসরি জানা ও বলার সুযোগ পেয়েছে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলুকদিয়ায় ভূমি সেবা সহজীকরণের লক্ষ্যে সেবাগ্রহীতাগণের সাথে গণ-শুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে আলুকদিয়া ইউনিয়ন ভূমি অফিস চত্বরে এ গণ-শুনানি অনুষ্ঠিত হয়। গণ-শুনানি করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এতে উপস্থিত হয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষজন তাদের ভূমি সংক্রান্ত সমস্যা জানান। তাদের সমস্যাগুলো আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেন জেলা প্রশাসক।গণ-শুনানিতে আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের আবু তালেব উপজেলা ভূমি অফিসের এক জারীকারকের বির`দ্ধে নামজারী বাবদ সরকার কর্তৃক নির্ধারিত ফি ১ হাজার ১৫০ টাকার অতিরিক্ত অর্থ আদায় করেছে বলে অভিযোগ করেন। সেবাগ্রহীতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জারীকারককে তাৎক্ষনিকভাবে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে জীবননগর উপজেলায় বদলি করেন জেলা প্রশাসক।গণ-শুনানির আয়োজক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারী বলেন, ভূমি সেবাকে জনসাধারণের নিকট আরও সহজলভ্য করার জন্য আমরা জনসাধারনের কাছাকাছি এসেছি। ভূমি অফিসের দুর্নীতি নির্মূল, ভূমি সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকল্পে ইউনিয়ন ভূমি অফিসে আগত সেবা গ্রহীতাদের সেবা সংক্রান্ত প্রাপ্তি-অপ্রাপ্তির কথা ও ভূমি সংক্রান্ত বিষয়ে মানুষের অজ্ঞতা দূর এবং সেবার মান বৃদ্ধি করতে এ গণ-শুনানির আয়োজন। একই সাথে তিনি দুর্নীতিমুক্ত ভূমি সেবা প্রদানের প্রতিশ্র`তি প্রদান করেন।গণ-শুনানিতে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ভূমি সেবা নিতে যাতে সাধারণ জনগণ যেন কোন হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সবসময় চাই জনসাধারণকে হয়রানি মুক্ত সেবা প্রদান করতে। ভূমি ব্যবস্থাপনা সত্যিই সহজ। কিন্তু আমরাই এটিকে জটিল করে তুলেছি। দাতা এবং গ্রহীতার মধ্যে যদি আন্তরিকতার অভাব বা তথ্য বিষয়ে কোন গ্যাপ থাকে তাহলেই জটিলতার সৃষ্টি হয়। এই জটিলতার অবসান আমাদেরকেই করতে হবে। ভূমি বিষয়ে আপনাদের জানার অভাব রয়েছে। তিনি আরও বলেন, আপনারা ভূমি সংক্রান্ত যদি কোন সমস্যায় পড়েন তাহলে ভূমি অফিস থেকে পরামর্শটা সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন। কোন দালাল বা খারাপ লোকের খপ্পরে পড়ে প্রতারিত হবেন না। তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত যেকোন সেবা পাওয়ার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। ভূমিসেবা খাতে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। ইউনিয়নের তুলনায় ভূমি অফিসের সংখ্যা কম। তারপরও আমরা আন্তরিকতার সাথে সেবা প্রদান করে যাচ্ছি।জেলা প্রশাসক বলেন, এই ধরনের গণ-শুনানির সুফল এই জেলার প্রত্যেকটি মানুষ পাবে। এই গণ-শুনানির মাধমে সাধারণ জনগণ সরাসরি জানা ও বলার সুযোগ পেয়েছে। এই ম্যাসেজটি ভূমি অফিসে কর্মরত প্রত্যেকের কাছে পৌছে গিয়েছে যে, আমি যদি সেবা গ্রাহকদের সাথে ভাল ব্যবহার না করি বা দুর্নীতি করি তাহলে এই ধরনের গণ-শুনানিতে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এরূপ গণ-শুনানি প্রত্যেক ইউনিয়ন ভূমি অফিসে প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে আয়োজন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমজাদ হোসেন, সহকারী কমিশনার পাপিয়া আক্তার, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ