ঘুমন্ত শ্রমিকদের ওপর কয়লার ট্রাক : নিহত-১৩
- আপলোড তারিখঃ ২৬-০১-২০১৯ ইং
সমীকরণ প্রতিবেদন: কুমিল্লায় ইটভাটা শ্রমিকদের শেডে কয়লার ট্রাক উল্টে ১৩ ঘুমন্ত শ্রমিক নির্মমভাবে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে ৩ জন। গতকাল শুক্রবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের করিমপুর (দোসরি ব্রিজ) এলাকায় কাজী অ্যান্ড কোং নামক একটি ব্রিকফিল্ডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ট্রাকের চালক-হেলপার ও ব্রিকফিল্ডের পরিচালক পালিয়ে যায়। এ ঘটনার তদন্তের জন্য পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ২টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয়রা জানায়, সিলেট থেকে কয়লা ভর্তি ট্রাকটি শুক্রবার ভোর রাতে ওই ব্রিক ফিল্ডে আসার পর হঠাৎ করে ট্রাকটি উল্টে শ্রমিকদের থাকার ঘরটিকে চাপা দেয়। এ সময় ঘুমিয়ে থাকা শ্রমিকদের মধ্যে ঘটনাস্থলে ১২ জন, হাসপাতালে নেয়ার পর ১ জনসহ ১৩ জন ইটভাটা শ্রমিক নিহত হন। আহত হয়েছেন আরো কমপক্ষে ৩ জন।
কমেন্ট বক্স