বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিনদিনের সরকারী সফরে আগামী ২৪ জানুয়ারী মেহেরপুর আসছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি

  • আপলোড তারিখঃ ১৬-০১-২০১৯ ইং
তিনদিনের সরকারী সফরে আগামী ২৪ জানুয়ারী মেহেরপুর আসছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি
মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের পরপর দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন তিনদিনের সরকারী সফরে মেহেরপুর আসছেন আগামী ২৪ জানুয়ারী। ওই তিনদিনে তিনি বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেবন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক পরিপত্র থেকে জানা গেছে। পরিপত্র থেকে জানা গেছে, ২৪ জানুয়ারি তিনি সড়ক পথে ঢাকা থেকে মেহেরপুর আসবেন। ওইদিন তিনি মেহেরপুরে কবর জিয়ারত করবেন। পরদিন প্রতিমন্ত্রী মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে পুস্পমাল্য অর্পন করাসহ মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরন অনুষ্ঠানে যোগ দেবেন। একই দিনে পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা এবং রাতে সার্কিট হাউজে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ২৬ জানুয়ারি সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমীতে ২৪ ঘন্টা ৭ দিন শীর্ষক সেমিনারে যোগদান করবেন। ওইদিন বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শাহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। পরদিন ২৭ জানুয়ারি তিনি ঢাকায় উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।


কমেন্ট বক্স