নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কোষাঘাটায় ছিনতাই চেষ্টা মামলায় দায়ের করা আসামী টোকনসহ ৩জনকেই জামিন দেননি চুয়াডাঙ্গা আদালত। গতকার সকালে চুয়াডাঙ্গা আদালতে বিজ্ঞ বিচারক এ জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বৃহঃস্পতিবার, রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ঠাকুরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে টোকন (২৫), চুয়াডাঙ্গা শহরের মাঝের পাড়ার আয়ূব আলীর ছেলে আব্দুর রহমানসহ (২৫), জিনারুল ইসলাম জনা’র ছেলে সাইফুল ইসলাম রানা (২২) তিন জন দামুড়হুদা কোষাঘাটা গ্রামের জনৈক ময়দা ব্যবসায়ীর ম্যানেজার শাহিনের পথরোধ করে ছিনতায়ের চেষ্টা করলে স্থানীয়রা তাদের একটি খেলনা পিস্তলসহ হাতেনাতে আটক করে। খবর পেয়ে চুয়্ডাাঙ্গার ডিবি পুলিশ তাদের ৩জনকে আটক করে একটি খেলনা পিস্তলসহ ২টি ১৫০সিসি সুজুকি জিক্সার মটরসাইকেল উদ্ধার করে দামুড়হুদা মডেল থানায় হস্থান্তর করে। সেই দিন রাতেই কুষাঘাটা গ্রামের ইলিয়াছের ছেলে শাহিন বাদি হয়ে দামুড়হুদা মডেল থালায় ৩জনকে আসামি করে একটি ছিনতাই চেষ্টা মামলা দায়ের করেন।