মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দত্তনগর পুলিশ ফাঁড়ির হাতে ইয়াবাসহ দুজন ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০২-১২-২০১৬ ইং
দত্তনগর পুলিশ ফাঁড়ির হাতে ইয়াবাসহ দুজন ব্যবসায়ী আটক

`Yaba

দত্তনগর প্রতিনিধি(মহেশপুর): মহেশপুরে দত্তনগর পুলিশ ফাঁড়ির নিয়মিত টহলে ১০পিস ইয়াবাসহ দুজন ব্যবসায়ীকে আটক করে। দত্তনগর পুলিশ ফাঁড়ির কর্ত্যবরত এসআই অজয় কুন্ডু জানায়, সংগ্রীয় ফোর্সসহ নিয়মিত চেকপোষ্ট চলাকালীন সময়ে দত্তনগর জিন্নাহনগর সড়কের মাইলবাড়িয়া জালিয়াঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় ইয়াবা ব্যবসায়ী সায়েম ও আফান পথচারী হিসাবে চলাফেরায় সন্দেহজনক হওয়ায় তাদেরকে তল্লাশি করে ১০পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদেরকে দত্তনগর পুলিশ ফাঁড়ি তাদেরকে আটক করে। দুজন ইয়াবা ব্যবসায়ী পরিচয়ে জানা যায়, বাঘাডাঙ্গা গ্রামের সাহাবুদ্দিন খলিফার পুত্র সায়েম খলিফা(২৬) ও একই গ্রামের আঃ আজিজ খলিফার পুত্র আফান খলিফা(২২) কে ১০পিস ইয়াবাসহ সন্ধ্যা ৭টায় তাদেরকে আটক করে। এ রিপোর্ট লেখাকালীন সময় মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।



কমেন্ট বক্স