আলমডাঙ্গায় নাশকতার মামলায় আটক-৩
- আপলোড তারিখঃ ০৫-০১-২০১৯ ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার মামলার এক আসামীসহ বিভিন্ন মামলার ৩ আসামীকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জানা গেছে, আলমডাঙ্গার রেল স্টেশন এলাকায় থেকে কলেজপাড়ায় নির্বাচনী মিছিলে বোমা হামলা মামলার আসামী দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার ফরিক চাঁদ আলীর ছেলে আব্দুস সালামকে গ্রেফতার করে পুলিশ। এদিকে একই রাতে থানার এসআই গিয়াস ও সুফল অভিযান চালিয়ে ফরিদপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুবেল হোসেন ও স্টেশনপাড়ার কালু শেখের ছেলে কুতুব আলীকে গ্রেফতার করে। এই দুজনের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারি ছিলো।
কমেন্ট বক্স