সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত-৭

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০১৯ ইং
চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত-৭
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতাল পাড়ার আকরাম হোসেনের ছেলে অরিদ (১৩), হরিনাকু-ুর ঘোড়াগাছা গ্রামের বাদশাহর ছেলে স্বপন (২৫), দামুড়হুদা নতিপোতার ছুটিপুর গ্রামের মৃত মুরালি মোহন দাসের ছেলে শ্রী বিকাশ চন্দ্র দাস (৫০) ও তার স্ত্রী ময়না দাস, চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ের মমিনুল হকের ছেলে রিফাত (২৫) ও একই এলাকার ইখতিয়ার উদ্দিনের ছেলে ইমরান (৩০), মাইনুল হোসেনের ছেলে অন্তু (২৫)। জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতালের সামনের রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইকের ধাক্কায় অরিদ আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নয়মাইল ও দশমাইলের মাঝামাঝি রাস্তায় আলমসাধু ও ট্রাকের ধাক্কায় আলমসাধু চালক স্বপন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে, দামুড়হুদার ছুটিপুরের মাঝামাঝি রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় গাছ থেকে ডাল পড়লে মোটরসাইকেল আরোহী ও তার স্ত্রী দুজনেই আহত হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে, চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ের সামনে মোটরসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে রিফাত ইমরান ও অন্তু নামের তিনজন মোটরসাইকেল আরোহী আহত হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


কমেন্ট বক্স