দামুড়হুদায় বিজিবির অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার
- আপলোড তারিখঃ ০৫-০১-২০১৯ ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার প্রতাপপুরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ গাঁজা উদ্ধার করা হয়। জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার শাহআলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত প্রতাপপুর গ্রামের মাঠ থেকে ১১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স