ঝিনাইদহে স্কুলছাত্রকে শ্বাষরোধে হত্যা!
- আপলোড তারিখঃ ০৫-০১-২০১৯ ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামে বিল্লাল হোসেন (৯) নামে এক স্কুলছাত্রকে শ্বাষরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। গতকাল শুক্রবার সকালে ওই গ্রামের একটি কলবাগানের ভিতর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তৃতীয় শ্রেণীর ছাত্র নিহত বিল্লাাল হোসেন ওই গ্রামের সহিদুল ইসলাম শেখের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, বিল্লাল হোসেন বৃহস্পতিবার সন্ধ্যার থেকে নিখোঁজ ছিল। অনেক স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে হতাশ হয় স্বজনরা। শুক্রবার সকালে গ্রামের একটি কলাবাগানের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। নিহতের গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তদন্ত শেষে তা জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
কমেন্ট বক্স