আয় থেকে সঞ্চয় করে তারপরে ব্যয় করুন
- আপলোড তারিখঃ ০৫-০১-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় দৈনিক সঞ্চয় সমিতির বার্ষিক সভায় নাজমুল হক স্বপন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দৈনিক সঞ্চয় সমিতির বার্ষিক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দৈনিক সময়ের সমকীরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন দ্বৈত অনুভুতি প্রকাশ করে বলেন, ‘এ বার্ধক্যে এসে সঞ্চয়ের এক ধরণের প্রবণতা অনেকটা অনুভুত হচ্ছে। আমার জীবনে কোন সঞ্চয় নেই। কিন্তু এই অনুষ্ঠানে যখন আমাকে আমন্ত্রণ জানানো হলো, তখন আমি আমার ছোট মেয়ের নামে একটা সঞ্চয়ী হিসাব খোলার সিদ্ধান্ত নিলাম। এই আয়োজনের মধ্যদিয়ে আমি জীবনে প্রথম সঞ্চয়ী হলাম।’
সকলকে সঞ্চয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, `ছোট থেকে দেখে আসছি সঞ্চয়ের সঙ্গে নারীদের সম্পর্কটায় বেশি। তারা সঞ্চয়ী হওয়ায় পরিবারে সংকট দেখা দিলে তাদেরই উল্লেখযোগ্য সহযোগিতা পাওয়া যায়। মহানবি বলেছেন, ‘তুমি যদি তোমার আয়ের একটি অংশ সঞ্চয় করো, তবে ভবিষ্যতে কারো কাছে হাত পাততে হবে না’। আগে বলা হতো- আয়-ব্যয় তারপর সঞ্চয় করুন। এখন এসে দাড়িয়েছে- আয়, সঞ্চয় এবং ব্যয়। আপনি যা আয় করবেন তার থেকে সঞ্চয়ের জন্য একটি অংশ রেখে তারপরে ব্যয়ের পরিকল্পনা করলে আপনার ভবিষ্যতটা সুন্দর হবে। সঞ্চয়ের অপর নাম ভবিষ্যৎ। তাই আপনাদের পরিবারের যে আয় সেই আয়ের ২০ শতাংশ সঞ্চয় করুন। তাহলে আপনার ও আপনাদের পরিবারের ভবিষ্যৎ সুন্দর হবে।`
সমিতির অন্যতম সমন্বয়ক হেদায়েত উল্লাহ হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাচ বাংলা ব্যাংক চুয়াডাঙ্গা শাখার কর্মকর্তা উজ্জল কুমার সাহা।
আলোচনা সভা শেষে জিন্নাত আলীর পরিচালনায় সমিতির ২৫১ জন নিয়মিত সদস্যের উপস্থিতিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সৌজন্যে মজার মজার খেলাধুলা, র্যাফেল ড্র ও আনন্দ উৎসব করা হয়। এতে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে সমিতির সদস্যদের বিগত এক বছর ধরে সঞ্চিত অর্থ বিতরণ ও প্রিতিভোজের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, ২০০৬ সাল থেকে ‘দৈনিক সঞ্চয় সমিতি’র কার্যক্রম চলে আসছে। এর নিয়মিত সদস্যরা প্রতিদিন একটি নির্দিষ্ট অর্থ জমা রাখেন এবং প্রতি বছরের ৩১ ডিসেম্বর আড়ম্বর আয়োজনে সঞ্চিত অর্থ গ্রহণ ও আনন্দ উল্লাস করে থাকেন।
কমেন্ট বক্স