চুয়াডাঙ্গায় গণসংযোগ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক মেয়র টোটন
- আপলোড তারিখঃ ২৩-১২-২০১৮ ইং
শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার
আনিছ বিশ্বাস: চুয়াডাঙ্গার দিগড়ী গ্রামে বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড দিগড়ী হেলিপ্যাড মাঠে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন ও সাবেক ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল আরিফ বিশ্বাস লিটু প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লাখো শহীদের জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখন্ড পেয়েছি। বর্তমানে এই দেশকে বিশ্বের দরবারে উচ্চস্থানে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করছে জাতির জনক শেখ মুজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ দলীয় ও মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে পুনরায় নির্বাচিত করতে আবারো নৌকা প্রতীকে সকলকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জোয়ার্দ্দার। উক্ত অনুষ্ঠানটির আয়োজন করেছেন দিগড়ী যুব সমাজ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। একইদিন তিনি চুয়াডাঙ্গার হাড়োকান্দি ও বলেশ্বরপুর গ্রামে বিভিন্নস্থানে গণসংযোগ করেন।
কমেন্ট বক্স