মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিএনপি প্রার্থী এ্যাড. আসাদের গাড়ি বহরে হামলা

  • আপলোড তারিখঃ ১২-১২-২০১৮ ইং
বিএনপি প্রার্থী এ্যাড. আসাদের গাড়ি বহরে হামলা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে মঙ্গলবার সোয়া ছয়টার দিকে বিএনপি প্রার্থী এ্যাড. আসাদুজ্জামান আসাদের গাড়ি বহরে হামলা হয়েছে। নৌকার ম্লোগান দিয়ে ধানের শীষের বহরে থাকা বেশ কয়েকটি মাইক্রাবাস ও মটরসাইকেল ভাংচুর করা হয়। এ সময় বিএনপি নেতা আসাদ অক্ষত থাকলেও তার গাড়ির লুকিং গ্লাস ভেঙ্গে দেওয়া হয়। হামলার সময় আসাদের সাথে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষ এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকেন। বিএনপি প্রার্থী এড. আসাদুজ্জামান তার উপর হামলার এই তথ্য জানান। তিনি বলেন তাৎক্ষনিক ভাবে আমি সহ-রিটার্নিং অফিসার ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গণিকে জানিয়েছি। এখন আমি জেলা রিটার্নিং অফিসারের উদ্দেশ্যে রওনা হয়েছি। তিনি আরো অভিযোগ করেন মঙ্গলবার বিকাল ৫টার দিকে শৈলকুপা পৌর এলাকার খালধারপাড়ায় পোষ্টারে আগুন দিয়েছে আওয়ামীলীগের কর্মীরা। শৈলকুপা খালধারপাড়ায় দড়িতে তার কয়েক’শ পোষ্টার লটকানো ছিল। সেগুলো নৌকার সমর্থকরা পুড়িয়ে দিয়েছে। এছাড়া তার প্রচার মাইকে হামলা চালিয়ে ভাংচুর ও ভ্যানচালককে মারধর করা হয়েছে। বিষয়টি তিনি শৈলকুপা থানার ওসিকে জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান। শৈলকুপা থানার ওসি আইয়ূবুর রহমান জানান, পোষ্টারে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া শেখপাড়ার ঘটনা তদন্ত করার জন্য শৈলকুপা থানার সেকেন্ড অফিসার মাহফুজকে পাঠানো হয়েছে। ওসি বলেন আমি জরুরী মিটিংয়ে ঝিনাইদহ পুলিশ সুপারের অফিসে আছি।


কমেন্ট বক্স
notebook

পরীক্ষায় অনুপস্থিতদেরও উত্তীর্ণের অভিযোগ, সমালোচনার ঝড়