দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমানের বিবৃতি
- আপলোড তারিখঃ ৩০-১১-২০১৮ ইং
চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ ও শ্রদ্ধেয় সকল এলাকাবসীর প্রতি ব্যক্তিগত সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলতে চাই যে, আমি মো. মতিয়ার রহমান চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দর্শনা পৌরসভার বর্তমান হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্বপালন করে যাচ্ছি এবং দীর্ঘদিন যাবৎ আওয়ামী পরিবারের একজন সক্রিয় নেতৃস্থানীয় কর্মী হিসাবে জনগণের উন্নয়নে তাদের সুখে-দুঃখে কাজ করে যাচ্ছি। আমি সবসময় দলের সমৃদ্ধি ও মঙ্গল কামনা করি এবং সেই সাথে দলের সকলপর্যায়ের নেতাকর্মীদের ভালোবাসি ও মূল্যায়ন করি এবং নেতাকর্মিরা আমাকে ভালবাসে।
মেয়র মতিয়ার রহমান প্রেসবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে এমপি পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য জনাব হাজী আলী আজগার টগর। আমি মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ও দলের নীতিনির্ধারকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলতে চাই যে, চুয়াডাঙ্গা-২ আসনে এমপি পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বর্তমান সংসদ সদস্য জনাব হাজী আলী আজগার টগর সাহেবকে প্রদান করায়, চুয়াডাঙ্গা-২ আসনের সর্বস্তরের নেতাকর্মী ও জনগণ বিষয়টি অপ্রত্যাশিতভাবে নিয়ে সকলেই প্রচন্ড ক্ষুদ্ধ হয়েছেন এবং এই মনোনয়নে আওয়ামী লীগ করে যারা লাঞ্চিত ও বঞ্চিত হয়েছেন এবং যারা এই দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন সেই সমস্ত নেতাকর্মি হতাশ হয়েছেন। তাছাড়া দলের ৮৫ ভাগ নেতাকর্মী আশাহত হয়ে কেউই নির্বাচনী মাঠে নামতে ও কাজ করতে চাচ্ছেন না। এমতাবস্থায় আমি একজন দায়িত্বশীল কর্মী হিসাবে এই সব ত্যাগী নেতাকর্মীদের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারছি না। কারণ আমি আওয়ামী লীগকে ভালোবাসি, দলের ত্যাগী নেতাকর্মিদের ভালোবাসি। তাই এবিষয় নিয়ে যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন, মিথ্যাচার করছেন এবং বিভ্রান্তি ছাড়াচ্ছেন তাদেরকে অনুরোধ করছি, দয়া করে এগুলো থেকে আপনারা বিরত থাকুন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। (প্রেসবিজ্ঞপ্তি)
কমেন্ট বক্স