বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ভাইয়ের হাসুয়ার কোপে ভাই জখম

  • আপলোড তারিখঃ ১৮-১১-২০১৮ ইং
দামুড়হুদায় ভাইয়ের হাসুয়ার কোপে ভাই জখম
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগর গ্রামে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই ঝন্টু (৩২) গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ঝন্টু দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগর গ্রামের পূর্বপাড়ার আব্দুর রহিমের ছেলে। জানা যায়, ঝন্টু ও তার বড় ভাই লাল্টু গোপালখালি মাঠে ধান বাঁধতে যায়। এসময় বরজের খড়ি নেয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বড় ভাই লাল্টুর হাতে থাকা একটি হাসুয়া দিয়ে ঝন্টুর বাম কাঁধে ও কব্জিতে কুপিয়ে গুরুত্বর জখম করে। এসময় সুযোগ বুঝে বড় ভাই লাল্টু ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরে পরিবারের সদস্যরা আহত ঝন্টুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ