চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ হকপাড়ার মাসুম আটক
- আপলোড তারিখঃ ০৪-১০-২০১৮ ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে হকপাড়ার মাসুম (৪০) নামে একজনকে ইয়াবাসহ আটক করেছে। গতকাল বুধবার ৫টার পর পিটিআই মোড় এলাকার অদুরে জনৈক ব্যক্তির স’মিলের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০পিস ইয়াবা ট্যাবলেট। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবুবক্কর সিদ্দীকসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা শহরতলী পিটিআই মোড় এলাকার চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা সড়কে জনৈক ব্যক্তির স’মিলের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা হকপাড়ার মৃত সুরত আলীর ছেলে মাসুমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।
কমেন্ট বক্স