বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেগমপুরে জমিজমা বিরোধের জেরে দুই নারীকে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০১৮ ইং
বেগমপুরে জমিজমা বিরোধের জেরে দুই নারীকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের চিলহাটি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই নারীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলো- চুয়াডঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের চিলহাটি গ্রামের মৃত খালেকের স্ত্রী মরিয়ম (৬০) ও একই পরিবারের রাশিদুল ইসলামের স্ত্রী সালমা (৪০)। এ সময় আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে মরিয়ম ও সালমার পরিবারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো সালমার চাচা শ্বশুরের পরিবারের সাথে। এরই জের ধরে গতকাল দুই পরিবারের মধ্যে বাক-বিত-ার এক পর্যায়ে মধ্যে সংঘর্ষ বাধে এতে মরিয়ম ও সালমা গুরুত্বর আহত হয়। এ সময় পরিবারের সদস্যরা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল ও তাদের পরিবারের পক্ষ থেকে মামলার পরিকল্পনা চলছিল।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ