শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় উন্নয়ন মেলা

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় উন্নয়ন মেলা
১২০টি স্টলের সেবা একসাথে : থাকছে সাংস্কৃতিক আয়োজন নিজস্ব প্রতিবেদক: ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরার লক্ষে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮’র আয়োজন করেছে সরকার। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন তিন দিনব্যাপি উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। মেলা উপলক্ষে শহরের একাধিক স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। এতে বর্তমান সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজ, সাফল্য ও অর্জন তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে টাউন ফুটবল মাঠে শুরু হচ্ছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৮। মেলার সকল প্রস্তুতিই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মেলার সাথে সাথে মৌলিক আয়োজনে জাঁকজমক সাংস্কৃতিক আয়োজনের কথা মাথায় রেখে ১২৬০ বর্গ ফুটের বিশাল মঞ্চ তৈরীর কাজ গতকাল রাতেই শেষ হয়েছে। শেষ পর্যায়ের প্রস্তুতি পরিদর্শনে যান জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদসহ সহকারি কমিশনারবৃন্দ। এ বছর মেলায় ১২০টি স্টল নির্মাণ করা হয়েছে। যেখানে জেলা পর্যায়ের সরকারি সকল দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, আইটি গবেষণা ও পরামর্শ কেন্দ্র, ইলেকট্রনিক্স পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র থাকছে। মেলার সব চাইতে বড় দুটি স্টলের একটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ও আরেকটি জেলা পরিষদের। মেলায় প্রবেশের জন্য বিশালাকার একটি গেট নির্মাণ করা হয়েছে। মেলায় আগত শিশুদের জন্য পূর্বদিকে বিশেষ খেলাধূলার আয়োজনও রয়েছে। মেলার মাঠের টাওয়ারটি রঙিন আলো ঝলমলে হওয়ায় দর্শকদের আকর্ষণ অনেকাংশে বাড়িয়ে তুলছে। সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত মেলার স্টলগুলো থেকে সকল প্রকার সেবা পাওয়া যাবে। সাংস্কৃতিক উৎসব দৈনিক সন্ধ্যা ৬টা হতে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলার আয়োজন স্থলে (টাউন ফুটবল মাঠ) গিয়ে শেষ হবে। পরে সেখানে লাল ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অতিথিরা। পরে মেলা মঞ্চে এমডিজি অর্জন এবং এসডিজি প্রস্তুতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসাবে থাকবেন চুয়াডাঙ্গার সাবেক জেলা প্রশাসক বর্তমানে নৌ-পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ভোলানাথ দে, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুভাষ চন্দ্র সাহা, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। মেলা আয়োজন প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন সময়ের সমীকরণকে বলেন, ‘২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়নমূলক কর্মকা-, প্রধানমন্ত্রীর সকল সাফল্য ও অর্জন এক নজরে মেলার মাধ্যমে তুল ধরার লক্ষ্যে জেলা উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সরকারের উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরেছে। উন্নয়ন মেলা ঘুরে সবাই সরকারের সকল উল্লেখযোগ্য সকল উন্নয়নমূলক সেসব কর্মকা-ের চিত্র দেখতে পারবেন। এছাড়া মেলায় শিক্ষা-সংস্কৃতি ও পিঠার স্টল থাকবে। আলোচনা সভা হবে ও সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে রাত ৯টা পর্যন্ত।’ উন্নয়ন মেলা ঘুরে দেখার জন্য ও স্টলে প্রদানকৃত সেবা গ্রহণের জন্য সকলকে আহ্বান জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

কোরআনে বিজ্ঞান চর্চার তাগিদ