মেহেরপুরে মাদক মামলায় এক ব্যক্তির ৭ বছর জেল
- আপলোড তারিখঃ ০৪-১০-২০১৮ ইং
মেহেরপুর অফিস: মেহেরপুরে মাদকের মামলায় জামাল হোসেন নামের এক ব্যক্তির সাত বছরের কারাদ- দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক তাজুল ইসলাম ওই রায় দেন। একই সঙ্গে আসামির ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদ- দেয়া হয়েছে। দ-প্রাপ্ত আসামি জামাল হোসেন সদর উপজেলার ঝাঁ ঝাঁ গ্রামের মল্লিক শেখের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১২ এপ্রিল গাংনী র্যাবের একটি দল মেহেরপুর শহরের শেখপাড়ায় অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেন্সিডিলসহ জামাল হোসেনকে আটক করে। ওই দিনই তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। মামলায় ৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি এমএম রুস্তম আলী এবং আসামি পক্ষে গোলাম মোস্তফা আইনজীবীর দায়িত্ব পালন করেন।
কমেন্ট বক্স