বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গাসহ ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০১৮ ইং
চুয়াডাঙ্গাসহ ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
গোপাল চন্দ্র দাশ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নিজস্ব প্রতিবেদক: দেশের দশটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান সাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বরগুনা, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, নড়াইল, নাটোর, চুয়াডাঙ্গা, মাগুরা, সাতক্ষীরা ও বগুড়ায় জেলা প্রশাসক নিয়োগ দিয়ে আদেশ জারি হয়েছে। সরকারের উপ-সচিব পদমর্যাদায় এই সব কর্মকর্তাদের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা’র স্মারক নং ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৫.১৬-৪৭৫ প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব গোপাল চন্দ্র দাশকে চুয়াডাঙ্গার ডিসি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কবির মাহমুদকে বরগুনা, পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হায়াত-উদ-দৌলা খানকে ব্রাহ্মণবাড়িয়া, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলামকে টাঙ্গাইল, একই বিভাগের উপসচিব আঞ্জুমান আরাকে নড়াইল, বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ গোলামুর রহমানকে নাটোর, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আলী আকবরকে মাগুরা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব এস এম মোস্তফা কামালকে সাতক্ষীরা, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব ফয়েজ আহমদকে বগুড়া এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসাইনকে পিরোজপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্দ্ধতন নিয়োগ-২ অধিশাখা’র উপসচিব আনিসুর রহমান সাক্ষরিত স্মারক নং ০৫.০০.০০০০.১৩১.১৯.০০৩.১৭-৭২৫ অপর একটি প্রজ্ঞাপনে, ডিসি মো. মোখলেছুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপ-সচিব, পিরোজপুরের ডিসিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি রেজওয়ানুর রহমানকে বিদ্যুৎ বিভাগের উপ-সচিব, নড়াইলের ডিসি মো. ইমদাদুল হক চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব, চুয়াডাঙ্গার ডিসি জিয়াউদ্দীন আহমেদকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব, নাটোরের ডিসি বেগম শাহিনা খাতুনকে স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব, মাগুরার ডিসি মো. আতিকুর রহমানকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব, সাতক্ষীরার ডিসি মোহাম্মদ ইফতেখার হোসেন ও বগুড়ার ডিসি মোহাম্মদ নূরে-আলম সিদ্দিকিকে স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। তবে টাঙ্গাইলের ডিসেকে এখনও পদায়ন করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা যায়, শিগগিরই আরও কয়েকটি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হতে পারে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসক পর্যায়ে বড় ধরনের এই পরিবর্তন করা হলো।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ