গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অফিসের অভিযানে
- আপলোড তারিখঃ ২৪-০৯-২০১৮ ইং
মহিলা মাদকব্যবসায়ীর জেল জরিমানা : ফেনসিডিলসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক: মোবাইল কোর্টের মাধ্যমে রামনগর কালিদাসপুর গ্রামের মহিলা মাদক ব্যবসায়ী আলোকা খাতুন (৩০) নামে একজনকে জেল জরিমানাসহ চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অফিস আকন্দবাড়ীয়া তামাল তলা এলাকায় অভিযান চলিয়ে ৬ বোতল ফেনসিডিলসহ তারিফ (২৫) নামে একজনকে আটক করেছে। গতকাল রোববার পৃথক সময়ে রামনগর কালিদাসপুর এলাকায় মোবাইল কোর্ট ও আকুন্দবাড়ীয় তামালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গাঁজা রাখার অপরাধে মহিলা মাদকব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের কারাদন্ড প্রদান করে আদালত। অপরদিকে তামাল তলা এলাকা থেকে আটক মাদকব্যবসায়ীর কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারি দল। পরে ফেনসিডিলসহ আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। মাদকদ্রব্য অফিস সুত্রে জান যায়, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহম্মেদের নেতৃত্বে চুয়াডাঙ্গা মাদাকদ্রব্য অধিদদপ্তরের সহায়তায় রামনগর কালিদাসপুর গ্রামে মোবাইল কোর্টে পরিচালনা করা হয়। এসময় একই এলাকার মজনু মিয়ার স্ত্রী আলোকা খাতুন সুফিয়ার কাছে ২০ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগে তাকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনদিনের জেলের সাজা প্রদান করেন আদালত। এ সময় সাথে সাথে জরিমাণার টাকা পরিশোধ করলে তিন দিনের জেল খাটার হাত থেকে রক্ষা পান তিনি।
অপরদিকে চুয়াডাঙ্গা মাদাকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আকুন্দবাড়ীয়া তামালতলা গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলকার মৃত আবু বক্কর মন্ডলের ছেলে তারিফকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারি দল। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স