আলমডাঙ্গার ঘোলদাড়ী বাজারে কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস
- আপলোড তারিখঃ ১৫-০৯-২০১৮ ইং
আ.লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন অব্যহত থাকবে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও ঘোলদাড়ী বাজারে কর্মি সমাবেশ করেছেন। গতকাল শুক্রবার তিনি এ গণসংযোগ ও কর্মি সমাবেশ করেন।
কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস বলেন, বর্তমান সরকার আবার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন অব্যহত থাকবে। ২০০৯ সালে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী ছিল ৪৭ শতাংশ আর ২০১৮ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯০ শতাংশ। দূর্গম এলাকায় সরকার সৌরবিদ্যুৎ পৌছে দিচ্ছে। তাই উন্নযনের ধারা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আশরাফ মিয়া, নাগদাহ ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল ওহাব, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইজাজুল হক, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, জেলা কৃষক লীগের সদস্য রাকিবুল হাসান নান্না, সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক হাফিজ জোয়ার্দ্দার, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, নাগদাহ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল, সহ-সভাপতি নজরুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, নাগদাহ ইউনিয়ন ২নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি কামাল হোসেন, নাগদাহ ইউনিয়ন ৮নং ওয়ার্ড সেচ্ছাসেকবক লীগের সদস্য লাল মিয়া, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সদস্য মুকুল আলী, আওয়ামী লীগ নেতা শরিফ উদ্দিন, আব্দুল মজিদ, ডা. ইসমাইল, মহিদ, রহিম, ডা. আঈনউদ্দিন, খোকন, তুহিন মিয়া, মিলন হোসেন, আজিজুল হক, খোদা বক্স, শামসুল, শফি, কালু, আব্বাস, রবিউল, রাজু, আওরঙ্গজেব টোকন, রিপন প্রমূখ।
কমেন্ট বক্স