মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার রামনগরের বিজয় ফেনসিডিলসহ আটক

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০১৮ ইং
দর্শনার রামনগরের বিজয় ফেনসিডিলসহ আটক
দর্শনা অফিস: দর্শনা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ বিজয় দাস নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকালের দিকে দর্শনা রেলবাজার থেকে তাকে ৮৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী দর্শনা রামনগর দাসপাড়ার শ্রীচরন দাশের ছেলে। পুলিশ গ্রেফতারকৃত আসামীসহ মাদকের মহাজন সালাম ও ছেলে সজিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী বিজয় দাসকে থানা পুলিশে সোপর্দ করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকাল পৌনে ৪টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ইউনুচ আলীর নেতৃত্বে এসআই মিজান, এএসআই লাবলু সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা রেলবাজার পূর্বাসা কাউন্টারের সামনে। এসময় পরিবহনের সামনে থেকে বিজয় দাস (১৮) নামের এক মাদক বহনকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতর কাছে থাকা ৪টা বালিশের তুলার মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামী বিজয় দাস জানান- তার কাছে থাকা বালিশগুলো দর্শনা রেলবাজারের পূর্বাশা পরিবহন কাউন্টারে পৌছে দেওয়ার জন্য তার কাছে দেয় দর্শনা পৌর এলাকার রামনগর করিমপুরের চিহ্নিত মাদকব্যবসায়ী সালাম ও ছেলে সজিব। পুলিশ গ্রেফতারকৃত আসামী বিজয় দাস ও মাদক ব্যবসায়ী সালাম ও ছেলে সজিবের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে। সেই সাথে গ্রেফতারকৃত বিজয় দাসকে দামুড়হুদা মডেল থানা পুলিশে সোপর্দ করেছে। এদিকে, মাদকের গড ফাদার সালাম ও সজিবকে খুজছে পুলিশ।


কমেন্ট বক্স