শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিস্ফোরক মামলায় এ্যাড. এস এম শাহাজাহান মুকুল ও এ্যাড. হেদায়েত হোসেন আসলামের জামিন

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০১৮ ইং
বিস্ফোরক মামলায় এ্যাড. এস এম শাহাজাহান মুকুল ও এ্যাড. হেদায়েত হোসেন আসলামের জামিন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিস্ফোরক মামলায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. এস এম শাহাজাহান মুকুল ও এ্যাড. হেদায়েত হোসেন আসলাম জামিন পেয়েছেন। গতকাল সোমবার চুয়াডাঙ্গা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আসামীরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানী শেষে চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির জিম্মায় আদালতের বিজ্ঞ বিচারক আব্দুল হামিদ চার্জশীট দাখিল না হওয়া পর্যন্ত আসামীদের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ১লা সেপ্টেম্বর বিএনপির একাংশের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশের বাধা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় এ্যাড. এস এম শাহাজাহান মুকুলসহ ৪৯ জন এজাহার নামীয় এবং অজ্ঞাত ৮-৯শ’জনকে আসামী করে ১৪৩/৩২৩/৩৫৩ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ ধারায় মামলা রজু করা হয়। উক্ত মামলায় এ্যাড. এস এম শাহাজাহান মুকুল ও এ্যাড. হেদায়েত হোসেন আসলাম আসামী ছিলেন।


কমেন্ট বক্স