বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মিসহ সাবেক চেয়ারম্যান আটক
- আপলোড তারিখঃ ০৪-০৯-২০১৮ ইং
নাশকতার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযান
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার দুপুরের দিকে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিনোদপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে জামায়াত নেতা আব্দুল জলিল (৬৫), গোবিন্দপুর গ্রামের মৃত ইলাহি বিশ্বাসের ছেলে যুবদল নেতা ফরাদ হোসেন, বলেশ্বরপুর গ্রামের মৃত আব্দুর শুকুর বিশ্বাসের ছেলে আইলহাস ইউনিয়নের বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বাস (৫৪), বলিয়ারপুর গ্রামের আব্দুস সালামের ছেলে যুবদল নেতা রকিবুল (৩৫), মাধবপুর গ্রামের মৃত খেলাফত হোসেনের ছেলে জামায়াত নেতা সানোয়ার হোসেন (৪৮), রাইসা গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে জামায়াত নেতা লুৎফর রহমান (৬৮), জামজামি গ্রামের মৃত নুরুদ্দিন বিশ্বাসের ছেলে জামায়াত নেতা আলতাফ হোসেন, ভোদুয়া গ্রামের সাহাদৎ হোসেনের ছেলে বিএনপি নেতা আব্দুল লতিফকে (৩৮) নাশকতা করার প্রস্তুতি গ্রহণকালে আলমডাঙ্গা থানা পুলিশ আটক করে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে। গতকালই তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স