সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রায় ২৩ লাখ টাকা মূল্যর ১৪ কেজি রুপা উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৭-০৮-২০১৮ ইং
প্রায় ২৩ লাখ টাকা মূল্যর ১৪ কেজি রুপা উদ্ধার
দামুড়হুদার বাড়াদী সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-৬ বিজিবি অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কামারপাড়া বাড়াদী গ্রাম থেকে ১৩ কেজি ৪শ’৬০ গ্রাম রুপার গহনা উদ্ধার করেছে। এসময় চোরাকারবারী আব্দুল আলিম (৪৫) পালিয়ে যায়। আলিম দামুড়হুদার কামারপাড়া বাড়াদী গ্রামের দবীর উদ্দীনের ছেলে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে এই গহনা উদ্ধার করা হয়। আটককৃত গহনা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২২ লাখ ৭৭ হাজার ২শ’ টাকা। `` বিজিবি জানায়, সোমবার সকালে দামুড়হুদার বাড়াদী বিওপির নায়েক সোহেল রানা গোপন সংবাদের ভিত্তিত্বে সংবাদ পায় রুপার একটি বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিত্বে বাড়াদী বিওপির নায়েক সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে বাড়াদী গ্রামের আলিমের বাড়ির অদুরে ওঁৎ পেতে থাকে। এসময় সকাল ৮টার দিকে ১৫০ সিসি এ্যাপাসি মোটরসাইকেলের পিছনে ঘাস বেধে নিয়ে আলিম বাড়ির নিকট পৌছালে বিজিবি তার গতিরোধ করলে আলিম তার এ্যাপাসি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি তার মোটরসাইকেলে থাকা ঘাসের বোঝার ভিতর থেকে ১৩ কেজি ৪শ’ ৬০ গ্রাম রুপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত গহনার ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২২ লাখ ৭৭ হাজার ২শ’ টাকা বলে বিজিবি জানায়। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় আব্দুল আলিমের বিরুদ্ধে মামলা হয়েছে।


কমেন্ট বক্স