বিশিষ্ট ব্যবসায়ী জগন্নাথ বসুকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- আপলোড তারিখঃ ১০-০৭-২০১৮ ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ডিলাক্স ব্রিক্সে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইটভাটা মালিক জেলার বিশিষ্ট ব্যবসায়ী জগন্নাথ বসু দামুড়হুদা মডেল থানায় কার্পাসডাঙ্গা মিশনপাড়ার মৃত সন্তোষ মন্ডলের ছেলে বাবু মন্ডল, সিবাস্থিন মন্ডলের ছেলে বাচ্চু মন্ডলের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছে। জানা গেছে, কার্পাসডাঙ্গা মিশন পাড়া সংলগ্ন ফকিরখালী নামক স্থানে মৃত. দূর্গ চরন বসুর ছেলে জগন্নাথ বসুর ডিলাক্স বিক্স অবস্থিত। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ২ টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা দূষ্কৃতিকারীরা ইটভাটায় এসে নাইট গার্ডকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে ভাটার মালিক জগন্নাথ বসুকে ৫ লাখ টাকা চাঁদা দিতে বলে। আর ৭ দিনের মধ্যে এই টাকা না দিলে ইটভাটার কাজ বন্ধ রাখার হুমকি প্রদান করে।
কমেন্ট বক্স