বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

  • আপলোড তারিখঃ ১০-০৭-২০১৮ ইং
ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামে কাওছার আলী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত কাওছার আলী ওই গ্রামের আলী হোসেনের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় করছে। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৫’শ গ্রাম গাঁজাসহ কাওছার আলীকে গ্রেফতার করা হয়। পরে আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদন্ড প্রদাণ করা হয়। এদিকে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিতরা হলো-ভাইটবাজার এলাকার মৃত রঞ্জিতের ছেলে সাগর (৩৫) ও মৃত হরিপদ দাসের ছেলে প্রদীপ দাস (৪১)।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ