আলমডাঙ্গায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : আটক ১
- আপলোড তারিখঃ ২০-০৬-২০১৮ ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার খোরদ গ্রামের অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালের দিকে খোরদ গ্রামের একটি কবরস্থানে নিকট থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আসামী রেক্সনা খাতুনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গত ২২ মে প্রাইভেট পড়তে যাবার পথে একই গ্রামের আবু বক্কর ওরফে বাক্কার ছেলে রাজিব তার কয়েক বন্ধুকে সাথে নিয়ে খোরদ গৌরহৃদ মাঠের কাছ থেকে কবিতাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহব্বত সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালের দিকে খোরদ কবরস্থানের নিকট থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় ওই মামলার আসামী রাজিবের চাচী রেক্সনাকে আটক করেছে।
কমেন্ট বক্স