ঈদের পর কঠোর আন্দোলন, সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়ন বিএনপি’র তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আলুকদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়। আলুকদিয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা। তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের একত্রিত হতে হবে। সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, জাতীয়তাবাদ ঐক্যের স্বার্থে আন্দোলনে সামিল হতে হবে।’
প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘দলের কঠিন দুঃসময় অতিবাহিত হচ্ছে। এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত ও কার্যকরী দিকনির্দেশনা প্রয়োজন। ঠিক এই সময় কারাগারে চার দেয়ালের মাঝে অতি কষ্টে দিনাতিপাত করছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি কারাগারে থাকলেও গণতন্ত্র মুক্তির আন্দোলন থেকে পিছুপা না হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বাঁকশালী সরকারের নীল নকশার ছকে দেশ আজ অস্তিত্ব হারাতে বসেছে। আসুন সকলে মিলে দেশকে বাঁচায়, দেশের মানুষকে বাঁচায়; সর্বপরি জাতীয়তাবাদী দলকে বাঁচায়। এখনি ঐক্যবদ্ধ না হলে আর আন্দোলনে না নেমে ঘরে বসে থাকলে দল থাকবে না; কারো অস্তিত্বও থাকবে না। তাই দেশনেত্রীর আহ্বানে, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমানের সার্বিক দিক নির্দেশনায় আগামী ঈদের পর কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে সবাইকে।

জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা মহিলা দলনেত্রী জাহানারা পারভীন, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান লিপটন, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, খাদিমপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ইউসুফ, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ টিপু, ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. বশির আহম্মেদ তিব্বত।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেজাউল ইসলাম এরশাদ, এ্যাড. মো. হানিফ উদ্দীন, মাসুদ রানা আপেল, আসাবুল হক আশা, হাবিবুর রহমান হাবিব, শামিম, হাবলু, জেলা ছাত্রদলের সদস্য আমান উল্লাহ আমান, ছাত্রদল নেতা আরিফ আহম্মেদ শিপলব, শাকিল আহম্মেদ নাঈম, কৌশিক আহম্মেদ রানাসহ জেলা-উপজেলা-পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীরা। ইফতার পূর্বক দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা ইদ্রিস আলী।