মুজিবনগরে গাঁজাসহ মহিলা আটক
- আপলোড তারিখঃ ২২-০৫-২০১৮ ইং
মেহেরপুর প্রতিনিধি: মুজিবনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ শাহানাজ নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার এ অভিযান চালানো হয়। আটক শাহানাজ মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের আলামীন হোসেনের স্ত্রী। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বাগোয়ান ইউনিয়নর জয়পুর গ্রামের আলামিন হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় শাহানাজের কাছে থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মুজিবনগর থানায় একটি মামলা হয়েছে। এদিকে আটক শাহানাজকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স