শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে অভিনব কৌশলে চালের দোকানে চুরি

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০১৮ ইং
জীবননগরে অভিনব কৌশলে চালের দোকানে চুরি
জীবননগর অফিস: জীবননগর পৌরসভার লক্ষীপুর ব্রীজ মোড়ে মন্ডল ট্রেডার্স নামে একটি চালের দোকানে অভিনব কৌশলে ৭৭ হাজার ৫’শ টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে দোকানের মালিক আ. মান্নান মন্ডল ও কর্মচারী চাউলের দোকানের ক্যাশবাক্সে তালা মেরে মালিকের স্কুল পড়ুয়া ছেলে রাতুল (১৩) কে দোকানে বসিয়ে প্রতাপপুর গ্রামে মান্নান মন্ডলের বাসায় প্রতিদিনের ন্যায় খেতে যায়। পরে বিকাল ৩টার দিকে দোকানে এসে ক্যাশবাক্সের তালা খুলতে গিয়ে এ চুরির ঘটনা দেখতে পায়। দোকানদারের ছেলে রাতুল জানায়, তার বাবা ও দোকানের কর্মচারী প্রতিদিনের ন্যায় দুপুরে বাড়িতে খেতে গেলে দুপুর আড়াইটার দিকে দুইজন অপরিচিত লোক একটি লাল রংঙের টিভিএস এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল নিয়ে দোকানে এসে তার বাবাকে খোঁজ করে। এরপর তার বাবার সাথে মোবাইলে কথা হয়েছে বলে দোকান থেকে চাল নিবে বলে জানায়। কিছুক্ষণ পর তাদের একজন দোকানের ভিতরে ঢুকে চেয়ারে বসে এবং এরপর একটি কুড়ি টাকার নোট দিয়ে সিগারেট এনে দিতে বলে। সিগারেট নিয়ে দোকানে পৌছানোর আগেই তারা মোটরসাইকেল নিয়ে চলে যায়। পিছন থেকে ডাকলেও কোনো সাড়া না দিয়ে দ্রুত ব্রীজ পার হয়ে জীবননগরের অভিমুখে চলে যায়। এ ব্যাপারে মন্ডল ট্রেডার্সের সত্বাধিকারী বাঁকা ইউপি সদস্য আ. মান্নান মন্ডল জানান, দোকানের ক্যাশবাক্সের তিনটি ড্রয়ারের মধ্যে মাঝের ড্রয়ারে ৭৭ হাজার ৫’শ টাকা নগদ ছিলো। দুপুর আড়াইটার দিকে ক্যাশবাক্সের ড্রয়ার ভেঙ্গে অভিনব কৌশলে দুই চোর চুরি করে নিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছিলো।


কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা