সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় চিহ্নিত মাদকব্যবসায়ী মিন্টুসহ আটক-৩

  • আপলোড তারিখঃ ২১-০৫-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় চিহ্নিত মাদকব্যবসায়ী মিন্টুসহ আটক-৩
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিযানে চিহ্নিত মাদকব্যবসায়ী মিন্টুসহ ৩ জন গ্রেফতার হয়েছে। গতকাল রোববার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা, ২৫ বোতল ফেনসিডিল ও ৬০ পিচ প্যাথোডিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে। আটককৃত অন্য দুই মাদকব্যবসায়ীরা হলো- জালাল হোসেন ও আসলাম মিয়া। পুলিশ জানায়, দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে রোববার সন্ধ্যায় সদর থানা পুলিশের একটি দল পৌর এলাকার দৌলতদিয়াড় গ্রাম থেকে চিহ্নিত মাদকব্যবসায়ী রমজান আলীর ছেলে মিন্টু (৪০) কে গ্রেফতার করে। পরে রাতে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশের একটি দল। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, রাত ১টার দিকে পুলিশ মিন্টুকে নিয়ে তার বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে ১২০ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৬০ পিচ প্যাথোডিন ইনজেকশনসহ শহরের জ্বিনতলা মল্লিকপাড়ার মৃত আশকার আলীর ছেলে আসলাম ও ২৪ বোতল ফেনসিডিলসহ শহরের কানাপুকুর পাড়ার মৃত আলতাব আলীর ছেলে জালাল উদ্দীনকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গার অতি. পুলিশ সুপার মো. কলিমুল্লাহ মাদকের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান।


কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু