নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বেসিক বিউটিফিকেশন প্রশিক্ষণার্থীদের মধ্যে বিউটিফিকেশন গিফট বক্স বিতরণ করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টায় চেম্বার অব কমার্স ভবনে চুয়াডাঙ্গার চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিকের সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দীলিপ কুমার আগরওয়ালা। বাংলাদেশ মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় ও এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে বেসিক বিউটিফিকেশন প্রক্ষণার্থীদের মাঝে বাবু দীলিপ কুমার আগরওয়ালা গিফট বক্স বিতরণ করেন। এসময় চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিল।