শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্বাস আলীকে গ্রেফতার প্রতিবাদে সড়ক অবরোধ : পুলিশ সুপারের আশ্বাসে প্রত্যাহার

  • আপলোড তারিখঃ ২২-১০-২০১৬ ইং
দর্শনা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্বাস আলীকে গ্রেফতার প্রতিবাদে সড়ক অবরোধ : পুলিশ সুপারের আশ্বাসে প্রত্যাহার

``

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা মোটরশ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্বাস আলীকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতারের প্রতিবাদে মোটরশ্রমিকরা সড়ক অবরোধ করে। গতকাল সকাল সাড়ে ১০টার  দিকে দর্শনা বাসষ্ট্যান্ডে চৌরাস্তার মোড়ে মোটরশ্রমিকরা এ অবরোধ করেন। শ্রমিকদের আধা ঘন্টা ব্যাপী এ অবরোধ চলাকালে চুয়াডাঙ্গা-কালীগঞ্জ সড়কের দুপাশে শত’শত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। এ খবর পেয়ে দর্শনা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। পরে মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ সুপার মোটরশ্রমিক নেতৃবৃন্দকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস নেতৃবৃন্দ অবরোধ তুলে নেন। দর্শনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মোতালেব হোসেন ও সাধারণ সম্পাদক মজিবুল হক বকুল সাংবাদিকদের লিখিত ভাবে জানায়, গত পরশু বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একদল ডিবি পুলিশ গ্রামের কোন মন্ডল মাতবর বা চেয়ারম্যান মেম্বরের উপস্থিতি ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে দর্শনা মটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আব্বাস আলীকে দর্শনা পাশ্ববর্তী আকন্দবাড়িয়া তার নিজ বাড়িতে তল¬াসী চালায়। এসময় আব্বাস আলী বাড়ির অদুরে একটি দোকানে বসে ছিল। পরে সে জানতে পারে বাড়ির সকলকে বাইরে বের করে দিয়ে তার বাড়িতে ডিবি পুলিশ তল¬াসী করছে। এ খবর পেয়ে আব্বাস আলী তার বাড়িতে যাওয়া মাত্রই ঘরের মধ্যে টেবিলের উপর আগে থেকে রাখা ৪টি একশ টাকার জাল নোট দেখিয়ে ডিবি এসআই ইব্রাহিম ও আশরাফ আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আব্বাস আলীতে গ্রেফতার করে। যা সম্পূর্ণ ষড়যন্ত্র মটর শ্রমিক নেত্রীবৃন্দ দাবী করেছেন। মাদকের স্বর্গ রাজ্য নামে পরিচিত আকুন্দবাড়িয়া গ্রাম। এ গ্রামে রয়েছে শতাধিক মাদক ব্যবসায়ী। আব্বাস আলী বিভিন্ন সময়ে মাদক ব্যাবসায়ীদের ফেন্সিডিল ও ইয়াবার ব্যবসা করতে নিষেধ করায় তারা আব্বাস আলীর উপর ক্ষিপ্ত হয়ে ডিবি পুলিশের সাথে আতাত করে ষড়যন্ত্রমূলকভাবে জাল টাকা দিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে আব্বাসের স্ত্রী দাবী করেছে। বিষয়টি জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় সরেজমিনে তদন্ত করলে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।



কমেন্ট বক্স